হোম > সারা দেশ > নেত্রকোণা

নানির ইচ্ছেপূরণে হাতির পিঠে চড়ে সালমান শাহের বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে নানি জবেদা আক্তারের ইচ্ছে পূরণ করতে গিয়ে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন নাতি সালমান শাহ (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। বিয়ে করছেন একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে। 

আজ শুক্রবার দুপুরে দক্ষিণপাড়া গ্রাম থেকে হাতির পিঠে চড়ে বউ আনতে বর যাত্রা করেন তিনি। এ সময় হাতির পিঠে চড়ে বরযাত্রা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

স্থানীয়রা বলছে, মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহের সঙ্গে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তামনির বিয়ের দিন ঠিক হয় শুক্রবার। বরের নানি জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতির বউ আনার ইচ্ছা পোষণ করলে কনের পরিবার এতে সম্মতি দেয়। এরই প্রেক্ষিতে শুক্রবার ২০ হাজার টাকা দিয়ে হাতি ভাড়া করে হাতির পিঠে চড়ে বউ আনতে যায় সালমান শাহ। হাতির পিঠে বর দেখতে উৎসুক জনতা ভিড় করে। 

এ ব্যাপারে বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, ‘আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা বরযাত্রী নিয়ে অন্য গাড়ি করে কনের বাড়িতে গিয়েছি।’ 

বর সালমান শাহের নানি জবেদা আক্তার বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে কারও কোনো পুত্রসন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাঁকে কোলে নিয়ে বলেছিলাম—যদি বড় হয়ে বিয়ে করে, তাহলে সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। এত দিনে আমার আশা পূরণ হয়েছে। এতে আমি খুব খুশি।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা