হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে শিশু (১৪) নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার ত্রিশাল ইউনিয়নের পাচপাড়া এলাকার মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে (৪০) শিশু নির্যাতনের অভিযোগে আটক করে ত্রিশাল থানা পুলিশ।

জানা গেছে হালুয়াঘাট উপজেলার শিশুটি (১৪) মারকাজুল হিদায়া মাদ্রাসা থাকত। লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকলেও মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসাতেই থাকতেন। নির্যাতিত শিশু গত ২১ এপ্রিল থেকে মাদ্রাসায় অবস্থান করছিল। এ সময় মুফতি ফরিদ আহম্মেদ প্রায় দিনই তাকে যৌন নির্যাতন করতেন।

ঘটনার দিন গত ৮ এপ্রিল রাত অনুমান ১১টার সময় ফরিদ আহম্মেদ নির্যাতিত শিশুটিকে শারীরিক নির্যাতন করতে চাইলে সে বাধা দিলে তিনি ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান ফরিদ আহম্মেদ। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল হক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগী শিশুটির জবানবন্দি অনুযায়ী উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল হকের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি দল উক্ত মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে গ্রেপ্তার করে। পরে শিশুটির মা হালুয়াঘাট থেকে খবর পেয়ে ত্রিশাল থানায় বাদী হয়ে মামলা করেন।

আসামি মুফতি ফরিদ আহম্মেদকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে অপরাধ স্বীকার করেন বলে জানা যায়।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০