হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রেমিকার সঙ্গে অভিমান, বিষপানে তরুণের আত্মহত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রেমিকার সঙ্গে অভিমান করে ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক (বিষ) পানে জুনায়েদ মিয়া নামে এক তরুণ আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত তরুণ উপজেলায় খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

জানা গেছে, জুনায়েদের (১৭) সঙ্গে পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর সঙ্গে মনোমালিন্য হয় তার। পরে অভিমান করে দুপুরের দিকে পরিবারের অগোচরে বিষ পান করে। 

খবর পেয়ে পরিবারের লোকজন জুনায়েদকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘কাদিরপুর গ্রামের এক মেয়ের সঙ্গে জুনায়েদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সঙ্গে রাগ করে বিষপানে সে আত্মহত্যা করে।’

ইউপি সদস্য রতন মিয়া বলেন, ‘গতকাল ছেলেটি বিষ পান করেছিল, আজ সকালের দিকে হাসপাতালে মারা গেছে। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।’ 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদকে ফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে