হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নেত্রকোনার দুজন এবং ময়মনসিংহের একজন। মৃতরা তিনজনই নারী। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে তাঁদের মৃত্যু হয়। 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জন মারা গেছেন। 

করোনার উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদরের রাবেয়া আক্তার (৭২), আতিয়া (৬৩) ও ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

এ দিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৪৫টি নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৭ জন। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা