গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নেত্রকোনার দুজন এবং ময়মনসিংহের একজন। মৃতরা তিনজনই নারী। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে তাঁদের মৃত্যু হয়।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জন মারা গেছেন।
করোনার উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদরের রাবেয়া আক্তার (৭২), আতিয়া (৬৩) ও ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এ দিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৪৫টি নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৭ জন।