হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কে দাঁড়ানো ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুজন (৩০) নামে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার মল্লিকবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম (২২) গুরুতর আহত হয়েছেন। নিহত সুজন পাগলা থানার পাইথল গ্রামের হাবিবুর রহমানের (হাবিব) ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুজন ও মনিরুল ইসলাম উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভালুকা সদরে আসছিলেন। পথিমধ্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেল চালক সুজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপজেলার ভাটগাঁও গ্রামের আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম (২২) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মনিরুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে