ময়মনসিংহে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে নগরীর পাটগুদাম স্মৃতি সৌধ থেকে মিছিলটি শুরু হয়ে রেলক্রসিংয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি যানবাহনের গ্লাসও ভেঙে যায়। পুলিশ ধাওয়া করলে নেতা-কর্মীরা পালিয়ে যায়।
মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘সকাল থেকে কোথাও কোনো ধরনের মিছিল পিকেটিংয়ের খবর পাইনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।’