ঢাকা হালুয়াঘাট মহাসড়কে তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার (৩২) ও তাঁর মেয়ে রেশমা আক্তার (৩)।
স্থানীয়রা বলছে, ইফতারের পর রেহেনা আক্তার তাঁর মেয়েকে নিয়ে এক প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন। এ সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’