ময়মনসিংহের ভালুকা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে আটক ও দুই অটোরিকশা উদ্ধার করেছে। গতকাল বুধবার রাতে এসব অভিযান চালানো হয়।
আটকরা হলেন উপজেলার উড়াহাটি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৩৫), আনোয়ার হোসেন (৩০), আশকা গ্রামের সাদিক (২০), ময়মনসিংহ সদরের বিল্লাল হোসেন (৩০) ও বিরুনিয়ার সাইফুল ইসলাম (৩২)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া একটি মার্কেটের সাইফুল ইসলামের গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রির খবর পায় ভালুকা মডেল থানা। খবর পেয়ে থানার এসআই আবুল কালাম আজাদ, এসআই নূর কাসেম ও এএসআই গোলাম মাওলা সংগীয় ফোর্স নিয়ে তিন চোরকে আটক করে। আটকদের দেওয়া তথ্যে আরও দুজনকে আটক করে। এ সময় পুলিশ চোরাইকৃত দুটি অটোরিকশা উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অটোরিকশা ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।