ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল গ্রামে বজ্রপাতে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পনাশাইল গ্রামের দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার পাশেই অবস্থিত সৌদিয়ান মসজিদে জোহরের নামাজ পড়তে যান। এ সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উপজেলার মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সাফা মারওয়া (১০) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী পনাশাইল গ্রামের আজাহারুল ইসলামে মেয়ে মানসুরা মীম (৯) মাদ্রাসার পাশেই আকাশমনি বাগানে খেলা করছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সাফা মারওয়া মারা যায়। মীমকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদশা, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করছেন।