বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) তিন প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে ময়মনসিংহের তারাকান্দা বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুলের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে এ ঘটনায় ময়মনসিংহ বিউবি বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায় মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার প্রকৌশলীরা হলেন বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী মো. সৈকত মাহমুদ, উপসহকারী প্রকৌশলী মো. আল-আমীন আজাদ এবং উপসহকারী প্রকৌশলী মো. মাসুম পারভেজ রুবেল।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার বিসকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে পরিদর্শন টিম পরিদর্শনে যায়। সেখানে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর বাড়িতে দেখা যায় তিনি প্রি-পেইড মিটারবহির্ভূত বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন, যা হাতেনাতে শনাক্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে হাতেম আলীর আবাসিক সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় স্থানীয় বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল, হাতেম আলীর অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করতে সুপারিশ করেন।’
প্রকৌশলী মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘চেয়ারম্যানের অবৈধ সুপারিশ না রাখায় কিছুক্ষণ পরে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায় চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা কয়েকজন আনুমানিক ১০ থেকে ১২টি মোটরসাইকেলে লোকবল নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গাড়ির গতি রোধ করেন। পরে সহকারী প্রকৌশলী সৈকত মাহমুদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উপসহকারী প্রকৌশলী মো. আল-আমীন আজাদ ও মো. মাসুম পারভেজ রুবেলকে মুখে, ঘারে, পিঠে ও পেটে কিল-ঘুসি দিয়ে আহত করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।’
নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের ওপর হামলার ঘটনার কথা স্বীকার করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামের মানুষ না বুঝে অনেক সময় ভুল করে ফেলে। তাই তাঁদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার লোকজন এর প্রতিবাদ করে। পরে আমি তাঁদের থামিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজনকে পাঠিয়ে দিই।’
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘বিউবি ময়মনসিংহের প্রকৌশলীদের ওপর হামলা ও মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’