নেত্রকোনায় পিতার মৃত্যুর শোকে ৯ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মেয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন মিতু সুলতানা (২০) ও তার পিতা মো. চন্দন খান (৬০)। মিতু নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী ।
মিতুর চাচাতো ভাই আকিকুল ইসলাম খান সানি আজকের পত্রিকাকে জানান, আমার চাচা চন্দন খান দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুতে বাড়িতে ছিল মাতম। মিতু বোনদের মধ্যে সবার ছোট। তার কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। বেলা ২টার দিকে মিতু আচমকা জ্ঞান হারায় এবং খাট থেকে পড়ে যায়। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।