হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৪: নৌকার প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ‍্য বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন–কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস‍্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগের কর্মী মো. শহীদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. সানি (২২)। 

আহতরা জানান, ‘আমরা ক্যাম্প বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকেরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ‍্যা অভিযোগ করে।’ 

দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে নৌকার সমর্থকদের গুলি করার হুমকি দেয়।’ 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মোহিত উর রহমান শান্ত নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্টা মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০ / ২৫ জন দুষ্কৃতকারী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতা কর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর