হোম > সারা দেশ > নেত্রকোণা

পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন উপজেলা একাডেমির সুপারভাইজার জোসনা বেগমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

আজ মঙ্গলবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। 

ইউএনও তানজীনা শাহরীন বলেন, ‘পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষক সুহেল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একাডেমির সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দুই পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, মদন উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার দুই দিন আগে এক ছাত্রীর ইমো নম্বরে প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ ওঠে। প্রশ্নের বিনিময়ে ওই ছাত্রীকে তিনি কু-প্রস্তাব দেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাই গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। মঙ্গলবার ইউএনও তানজিনা শাহরীন অভিযোগটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য একাডেমির সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে