হোম > সারা দেশ > ময়মনসিংহ

মিষ্টি ও চারা উপহার শিশু জন্ম নিলেই

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) 

বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করছেন ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। শিশুর জন্মের শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করছেন তিনি। সঙ্গে দিচ্ছেন মিষ্টি ও গাছের চারা। এর প্রশংসা করেছেন অনেকে।

গতকাল মঙ্গলবার জন্ম নেওয়া পাঁচ শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করেন তিনি। জন্মের খবর পেয়েই মিষ্টির প্যাকেট, একটি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা নিয়ে ছুটে যান তিনি।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার হবিরবাড়ী গ্রামের বাড়িতে গিয়ে তাঁর নবজাতক ছেলে জায়েদ আল আবরারের জন্ম নিবন্ধন অনলাইনে নিশ্চিত করেন তিনি। এর আগে ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে সিডষ্টোর উত্তর বাজারের সুরুজ মিয়ার নবজাতক কন্যা আমেনা খাতুন সারারও জন্ম নিবন্ধন অনলাইনে নিশ্চিত করেন।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া বলেন, ‘আমার ছেলের জন্মের খবর পেয়ে জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য ইউপি চেয়ারম্যান মিষ্টির প্যাকেট ও বৃক্ষের চারা নিয়ে উপস্থিত হন। বিষয়টি অবাক হওয়ার মতো।’

চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বলেন, ‘শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নিয়েছি। শিশুর জন্মের খবর পেয়েই আমরা মিষ্টি ও বৃক্ষের চারা দিয়ে মানুষকে উৎসাহিত করছি।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে