হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের নিজাম উদ্দিন, হিরন মিয়া ও গফরগাঁও উপজেলার পূর্ব ধামাই গ্রামের নবী হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছেন বলে স্বীকার করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব জানান, রায় ঘোষণার সময় আসামি নিজাম উদ্দিন ও হিরন মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নবী হোসেন পলাতক।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে