হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের নিজাম উদ্দিন, হিরন মিয়া ও গফরগাঁও উপজেলার পূর্ব ধামাই গ্রামের নবী হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছেন বলে স্বীকার করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব জানান, রায় ঘোষণার সময় আসামি নিজাম উদ্দিন ও হিরন মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নবী হোসেন পলাতক।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক