হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় শাহীন মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহীন মিয়া। তিনি উপজেলার পোগলদিঘার মুনারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। বিন্ন্যাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন তিনি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার শাহীন মিয়া একই উপজেলার পিংনার মেঁদুর পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে যান। পরদিন মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

শাহীন মিয়ার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে একইদিন রাতে তাঁকে ঢাকার আজগর আলী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন মিয়া। 

এ বিষয়ে মৃতের ফুপা শ্বশুর লাল মিয়া ও বন্ধু শিমুল মিয়া জানান, শাহীন মিয়া তাঁর ছেলে ও স্ত্রীকে দেখতে গত সোমবার শ্বশুর বাড়িতে আসেন। পরদিন মঙ্গলবার সকালে ফেরার পথে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সরিষাবাড়ী, ময়মনসিংহ পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। 

অপরদিকে, স্থানীয়রা ঘটনার পর থেকে ওই ট্রাক্টরটিকে আটকে রেখেছে। 

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে