হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় শাহীন মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহীন মিয়া। তিনি উপজেলার পোগলদিঘার মুনারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। বিন্ন্যাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন তিনি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার শাহীন মিয়া একই উপজেলার পিংনার মেঁদুর পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে যান। পরদিন মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

শাহীন মিয়ার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে একইদিন রাতে তাঁকে ঢাকার আজগর আলী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন মিয়া। 

এ বিষয়ে মৃতের ফুপা শ্বশুর লাল মিয়া ও বন্ধু শিমুল মিয়া জানান, শাহীন মিয়া তাঁর ছেলে ও স্ত্রীকে দেখতে গত সোমবার শ্বশুর বাড়িতে আসেন। পরদিন মঙ্গলবার সকালে ফেরার পথে মেঁদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সরিষাবাড়ী, ময়মনসিংহ পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। 

অপরদিকে, স্থানীয়রা ঘটনার পর থেকে ওই ট্রাক্টরটিকে আটকে রেখেছে। 

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। 

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২