হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় বানভাসির পাশে ইউএনও মো. আবুল হাসেম

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষে বন্যাদুর্গত এলাকার বানভাসিদের পাশে রয়েছেন ইউএনও মো. আবুল হাসেম। 

স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার আটটি ইউনিয়নে ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজের জন্য আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এ ছাড়া বন্যার প্রথম দিন থেকেই উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতারা উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে নামেন। 

কলমাকান্দা পাইলট উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ফুলবানু আক্তার বলেন, ‘ইউএনও দিনে আমাদের শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করে যান। আবার রাত ২টার দিকে আশ্রয়কেন্দ্রে এসে তিনি আমাদের কম্বল বিতরণ করে গেছেন।’ 

বিশরপাশা বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরা বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজন প্রতিদিনই আসছেন। আমাদের খোঁজখবর নিচ্ছেন, খাবার-পানিসহ কম্বল বিতরণ করছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, ‘এবারের বন্যায় কলমাকান্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তাদের পাশে থাকার প্রচেষ্টা করছি মাত্র।’ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা