হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

নেত্রকোনা প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোনায় দায়ের করা চার মামলায় বিএনপির নেতা আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা ১১টায় নেত্রকোনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইনের আদালতে আসামিকে হাজির করা হয়। এ সময় বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, ‘দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে আজ আদালতে আসামি আবু সাঈদ চাঁদকে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

গত ২২ ও ২৩ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনা জজ আদালতে পৃথক চারটি মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগের নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু ও রেজাউল হাফিজ রেসিম। আদালত অভিযোগগুলো আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণ করার নির্দেশ দেন। 
 
মামলায় বলা হয়, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। এতে বাদীগণ সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অপরাধ আইনে মামলা রুজু হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে