ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদ্য ঘোষিত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকলে সাড়ে ৫টার দিকে হালুয়াঘাট উপজেলা বিএনপির ব্যানারে দলের একাংশের নেতা-কর্মীরা এই বিক্ষোভ করেন।
অপর দিকে ধোবাউড়া উপজেলায় রাত ৮টার দিকে সমাবেশ করেছেন বিএনপির কিছু নেতা-কর্মী। এ সময় নবগঠিত কমিটির কয়েকজন নেতাও বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে সমাবেশে অংশ নেন। তাঁদের প্রত্যাশা ছিল দলে আরও বড় পদ পাওয়া। অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম দুলাল, মঞ্জুরুল হক মঞ্জুরসহ অনেকে।
তবে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন খান জানান, এই কমিটিতে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।