হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাত-আটজন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে ওঠেন। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খোঁজে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছায়নি।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২