হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবর থেকে ১ মাসে ২৫ কঙ্কাল চুরি, অভিযোগ স্থানীয়দের

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কঙ্কাল চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মাসের মধ্যে শেরপুর সদর উপজেলায় অন্তত ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। প্রিয়জনের কঙ্কাল চুরির ঘটনায় আতঙ্ক কাজ করছে মৃতের স্বজনদের মাঝে। 

সর্বশেষ ৪ মার্চ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা রৌহা সামাজিক কবরস্থানে জিয়ারত করতে গিয়ে দেখতে পান অন্তত ১৪টি কবরে গর্ত করা হয়েছে। তাঁদের আশঙ্কা এসব কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

স্থানীয় শিক্ষক মো. আবু জাহিদ বলেন, ‘জুমার নামাজের পর এক ব্যক্তি তাঁর আত্মীয়ের কবর জিয়ারত করতে রৌহা সামাজিক কবরস্থানে যান। সেখানে গিয়ে কবরে গর্ত দেখে স্থানীয়দের ডাক দেন। এ সময় আরও ১৩টি কবরে গর্ত দেখা যায়। পরে স্থানীয়রা কবরগুলোর মাটি সরিয়ে দেখতে পান কবরে কোনো মৃতদেহ নেই।’ 
 
এর আগে, গত ২ জানুয়ারি মধ্যরাতে একই ইউনিয়নের হালগড়া স্কুলসংলগ্ন ফটিয়ামারী সামাজিক কবরস্থান থেকে আরও ১১টি কঙ্কাল চুরি হয়। 

স্থানীয় সাংবাদিক ও কলেজশিক্ষক মহিউদ্দিন সোহেল বলেন, ‘শেরপুরে প্রতিনিয়তই কঙ্কাল চুরির ঘটনা বেড়েই চলছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।’ 

রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘জুমার নামাজের পর স্থানীয়রা আমাকে কঙ্কাল চুরির খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি ১০ / ১২টি কবর খোড়া এবং কবরের বাঁশও কয়েকটি ওঠানো।’ 

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, ‘এখানে পুরোনো ও নতুন কিছু কবরের মাটি মাথার দিক থেকে হালকা খোড়া। যেখান দিয়ে মানুষ প্রবেশ করে কঙ্কাল চুরি করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। বিষয়টি রহস্যজনক বিধায় তদন্ত চলছে।’ 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ