হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ভোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল-সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার ভোরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এতে ৮-১০ জনকে অংশ নিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হওয়া স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা মিছিল বের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

ভিডিওতে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়কে বলতে শোনা যায়, ‘আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী শাহনেওয়াজ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন থাকায় এদিকে আমরা ব্যস্ত আছি। তবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কারা ওই মিছিলে ছিলেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার