হোম > সারা দেশ > নেত্রকোণা

চোরের জ্বালায় অতিষ্ঠ, উপায় খুঁজতে আলোচনায় এলাকাবাসী

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। পুলিশে অভিযোগ-মামলা দিয়ে কোনো  কাজ হচ্ছে না। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চুরি। শেষে বাধ্য হয়ে নিজেদের ঘর রক্ষায় চুরি ঠেকানোর উপায় খুঁজতে একত্র হন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এলাকাবাসী।

জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। গত কয়েক মাসে অর্ধশতাধিক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটার পর শনিবার বিকেলে মাইলোড়া খোলার মাঠ সংলগ্ন একটি দোকানে বসে চুরি ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করেন এলাকাবাসী।

আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, শিক্ষক গোলাম হায়দার, শিক্ষক টিটু, শিক্ষক আল আমিন, মঞ্জুরুল হক, আলহাজ মিয়া, পাবেল রহমান, তান্না, সমাপ্ত, সৈয়দ সৈকতসহ এলাকার অনেকে।

এলাকাবাসী বলেন, প্রতিদিন নতুন নতুন এলাকার কোনো না কোনো একজনের বাসায় চুরি হচ্ছে। বিট পুলিশ থাকলেও তারা তেমন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। আগে রাতে পুলিশের টহল ছিল, এখন তেমন একটা নেই। এসব ঘটনার পর থানায় মামলা হয়েছে কিন্তু চোর ধরা পড়েনি। দিনকে দিন চুরির ঘটনা বেড়েই যাচ্ছে। তাই নিজেরাই চুরি ঠেকানোর উপায় বের করতে একত্র হয়েছি।

আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেন, জনপ্রতি টাকা তুলে নৈশপ্রহরীর ব্যবস্থা করা ও সামর্থ্য অনুযায়ী বাসায় সিসি ক্যামেরা লাগানো। পাশাপাশি এলাকার মাদকসেবীদের তথ্য পুলিশকে অবহিত করা। মাদকের জন্যই চুরি বেড়েছে বলে তাঁরা মনে করেন।

চুরির ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, মাদক আর চুরির বিষয়টি একসূত্রে গাঁথা। কারণ অল্পবয়সী ছেলেরা নেশার টাকার জন্য চুরি করে। এ পর্যন্ত আমরা পাঁচজন চোর ধরেছি। তাদের সবার বয়স আঠারোর চেয়ে কম।

তিনি আরও বলেন, এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানাই। আমি আগেও বলেছি শুধু পুলিশের একার পক্ষে চুরি ঠেকানো সম্ভব নয়। সবাই মিলে চুরি ঠেকানো সম্ভব। এ বিষয়ে আমরাও তাঁদের সঙ্গে সব ধরনের সহযোগিতা করব।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ