হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় গার্মেন্টসে চাকরিপ্রত্যাশীদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় চাকরিপ্রত্যাশী পাঁচ শতাধিক নারী-পুরুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাকরিপ্রত্যাশী পাঁচ শতাধিক নারী-পুরুষ অবস্থান নেয়। পরে চাকরি না পেয়ে তারা ‘তুমি কে, আমি কে, বেকার বেকার’ এই স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় একাধিক কারখানায় ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চাকরিপ্রত্যাশী নারী-পুরুষ মিলে মহাসড়কে নেমে এলে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় চাকরিপ্রত্যাশীরা চলে যায়।

জানতে চাইলে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চাকরিপ্রত্যাশী নারী-পুরুষ মহাসড়কে নেমে এলে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে তাঁদের চাকরি দেওয়া হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা