হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু মুক্তা মনিকে আনা হচ্ছে ঢামেকে

কিশোরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় সৌভাগ্যক্রমে বেঁচে যায় ৭ মাস বয়সী মেয়ে শিশু মুক্তা মনি। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। 

কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ সুবীর নন্দী বলেন, ‘মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে শিশুটির। দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নিয়ে অপারেশন করাতে হবে।’

শিশু মুক্তা মনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরণ্যপাশা চরপাড়া গ্রামের উজ্জ্বলের মেয়ে। নিহতেরা হলেন উজ্জলের স্ত্রী বৃষ্টি (২৫) ও উজ্জলের মা জহুরা খাতুন (৬০)।

শিশুটির নানা সোনা মিয়া বলেন, ‘মুক্তা মনির ঠান্ডাজনিত অসুখের কারণে সোমবার বিকেলে নান্দাইল চৌরাস্তায় চিকিৎসকের কাছে নিয়ে যায় আমার মেয়ে ও তাঁর শাশুড়ী। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমার নাতনির মাথায় আঘাত লেগেছে। এতোক্ষণ যাবত হাসপাতালের বিছানায় অজ্ঞাত হিসেবে আমার নাতনি পড়েছিল। আমরা খবর পাই রাত ১১টার দিকে। একসাথে দুইটা তাজা প্রাণ আমাদের ছেড়ে চলে গেল। আমার নাতনি মুক্তা মনিকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে রেফার্ড করেছেন। আমরা নিয়ে যাচ্ছি ঢাকা। আল্লাহ যেন আমার নাতনিকে রক্ষা দেন।’ 

হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ওয়াসিম বলেন, ‘শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর আমরা সবার কাছ থেকে টাকা উঠিয়ে ওষুধ কিনেছি। ঢাকায় পাঠানোর জন্য এম্বুলেন্স ভাড়ার কিছু টাকা আমরা দিয়েছি। মেডিল্যাব হেলথ সেন্টার থেকে শিশুটির প্যাথলজিক্যাল রিপোর্ট ফ্রিতে করিয়েছি আমরা।’

নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের চেয়ারম্যান নয়নের ভাই বিজয় বলেন, শিশু মুক্তা মনির পরিবার হতদরিদ্র। শিশুটি যেন চিকিৎসা পায় সেই চিন্তা করছি। শিশুটির বাবা উজ্জ্বল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এখন আল্লাহই তাদের ভরসা। শিশু মুক্তা মনিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ যেন শিশুটিকে বাঁচিয়ে রাখেন। 

কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, নিহত দুইজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি যেহেতু নান্দাইলের তাই নান্দাইল থানা ব্যবস্থা গ্রহণ করবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে