হোম > সারা দেশ > ময়মনসিংহ

হত্যার পর মরদেহের পাশে ছুরি নিয়ে দাঁড়িয়ে ছিলেন যুবক

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

শনিবার রাতে ফুলবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হাসানকে (২১) হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘটনাস্থল থেকে শাকিল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার কলেজ শিক্ষার্থীর বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার ফুলতলা গ্রামের আ. মালেকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে মামুন হাসান। সরকারি তিতুমীর কালেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের নিশিন্দার পাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত এসব বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। 

গতকাল শনিবার রাতে মামুন হাসান খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর প্রায় ৪ কিলোমিটার দূরে রাত প্রায় ১০টার দিকে হোরবাড়ির উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের পাশে মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। মরদেহের পাশে শরীরে রক্তমাখা এক যুবককে ছুরি হাতে দেখে পথচারীরা তাঁকে আটক করে বেঁধে ফেলেন। পরে ফুলবাড়িয়া থানা-পুলিশ মামুনের মরদেহ ও শাকিলকে থানায় নিয়ে আসে।

আর রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মামুনের বাড়িতে লোকজনের ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন। মা মিনারা বেগম অনেকটা বাকরুদ্ধ। কান্নাজড়িত কণ্ঠে মা মিনারা বেগম জানান, রাতে খাবার খাওয়ার সময় মামুন জানতে চায়, ফরম পূরণের টাকা সংগ্রহ হয়েছে কি না? আজ ফরম পূরণ করতে ঢাকায় কলেজে যাওয়ার কথা ছিল। এই বলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

মামলার বাদী আসাদুজ্জামান বলেন, ‘প্রেম সংক্রান্ত ঘটনায় ছোট ভাই মামুনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতক শাকিলসহ মেয়ের পরিবারের লোকজনও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। হত্যার ঘটনায় জড়িতের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানাচ্ছি।’

ফুলবাড়িয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছুরি দিয়ে বুকে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র