হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে খাদে পড়ে মাইক্রোবাসে আগুন, নিহত ৪

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, খাদে পড়ে গেলে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। 

আজ রোববার দিবাগত রাত ২টার দিকে ত্রিশালের রাঙামাটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কালাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে চারজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।’

আবুল কালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, এক নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা