হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে খাদে পড়ে মাইক্রোবাসে আগুন, নিহত ৪

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, খাদে পড়ে গেলে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। 

আজ রোববার দিবাগত রাত ২টার দিকে ত্রিশালের রাঙামাটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কালাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে চারজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।’

আবুল কালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, এক নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে