ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোরসালিন (৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলির বাড়ির সামনে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মোরসালিন ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের নাউরি গ্রামের মোবারক মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে মোরসালিন তার বাবা মোবারক মিয়ার সঙ্গে কানুরামপুর সুরেশ ডাক্তারের বাড়িতে ওষুধ নিতে আসে। ওষুধ নিয়ে মোবারক মিয়া ডাক্তারকে টাকা দেওয়ার সময় মোরসালিন রাস্তা পার হয়ে অটোতে উঠতে গেলে দ্রুত তাকে গতির ট্রাকের চাপা দেয়। এতে মোরসালিন ঘটনাস্থলেই মারা যায়। আশপাশের লোকজন এগিয়ে এলে ট্রাক পালিয়ে যায়। পরে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ট্রাকটি আটক করে ৷
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলি বলেন, ‘ওষুধ নিতে এসেছি সুরেশ ডাক্তারের বাড়িতে। রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় মারা যায়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘দুর্ঘটনায় ব্যাপারে আমাদের কাছে কেউ আসেনি। ছোট বাচ্চা তারা নিয়ে গেছে।’