ময়মনসিংহ: করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ময়মনসিংহে ২০ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ও এ টি এম আরিফ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়েশা হক বলেন, ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ৪টি দলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় খাবার হোটেল ও দোকানপাটে অভিযান চালিয়ে ২০ মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।