হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ, সেবা দিতে হিমশিম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০-১২ জন রোগী। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন রয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫টি শিশুও রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ‘৪৫ দিনের বাচ্চা নিয়ে হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে। 

শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর