হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে ভূমি উপসহকারীর ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বেনুয়ারচর বাজারে ঝাড়ু মিছিল করেন তাঁরা। 

চরপুটিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন চরপুটিমারী ইউপি সদস্য শামসুল হক, মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু, যুবলীগ নেতা ইমরান প্রমুখ।

দীর্ঘদিন সেবা নিতে আসা ভূমিমালিকদের হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মমিনুল ইসলামের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ ঝাড়ু মিছিল করে। এর আগে মমিনুল ইসলামের প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ে ২০ হাজার টাকার নিচে জমির খারিজ হয় না। কাগজপত্রে ত্রুটি থাকলে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু বলেন, ‘কয়েক মাস আগে জমি খারিজ করতে গেলে আমার কাছ থেকে মমিনুল ইসলাম অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া আমার এক আত্মীয়ের কাছ থেকেও সরকার নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায় করেছেন তিনি।’

চিনারচর এলাকার নাজমা বেগম বলেন, ‘ঘুষ ছাড়া ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম কোনো জমির খারিজ করেন না। আমার ১০ শতাংশ জমির খারিজ করতে তিনি ১৯ হাজার টাকা নিয়েছেন।’

তবে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি করে চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী মমিনুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কোনো দোষ নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফ আলী বলেন, ‘এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার