ময়মনসিংহের ভালুকায় ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে আমান উল্লাহ (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার জামিরদিয়া কাশর সড়কের চার নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মিলের কর্মচারী।
স্থানীয়রা জানায়, জামিরদিয়া কাশর সড়কের ওই এলাকায় আমান উল্লাহ সাহরি খাওয়ার জন্য বাইরে বের হন। এ সময় উল্টো পথে আসা মাটি বহনকারী দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।