হোম > সারা দেশ > নেত্রকোণা

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ২ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় যাত্রী সেজে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় আরেকজন পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে আটক ওই দুজনকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন উপজেলার অতিথপুর গ্রামের শাখারুল ইসলাম (২৩) ও একই গ্রামের সারোয়ার হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের মডেল মোড় থেকে একটি অটোরিকশা ভাড়া নেয় ওই তিনজন। একপর্যায়ে চন্দ্রপুর হুজরাবাড়ি সড়কে নিয়ে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দুজনকে আটক করে। অপরজন চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক দুজন জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সঙ্গী একই উপজেলার বড়ি গ্রামের রাহুল মিয়া (২০) বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় অটোরিকশাচালকের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে