ময়মনসিংহ: ময়মনসিংহে মোবাইল ফোনের টাওয়ারে তিন দিন ধরে আটকে পড়া চিল পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার বিকালে নগরীর শম্ভুগঞ্জ মোড়ে সোনালী ব্যাংকের ছাদের উপরে মোবাইল ফোনের টাওয়ার থেকে চিলটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্তের কথা জানিয়েছেন সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন।
জুলহাস উদ্দিন বলেন, 'রোববার বিকালে টাওয়ারে একটি পাখি আটকে আছে বলে ফায়ার সার্ভিসে কল করেন স্থানীয় একজন। পরে আমার নেতৃত্বে সাতজনের একটি টিম গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে চিলটি উদ্ধার করি, প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দেওয়া হয়।'
তাঁর ধারণা শুক্রবার দিনের কোন এক সময় চিলটি উড়ন্ত অবস্থায় টাওয়ারে আটকে পড়ে। উদ্ধারের সময় চিলটি শারীরিকভাবে খুবই দুর্বল ছিল।
স্থানীয় আবুল হোসেন বলেন, চিল পাখিটি তিন দিন ধরে টাওয়ারে আটকে থাকলেও উদ্ধারে কোন পথ পাচ্ছিলাম না। পরে একজনের পরামর্শে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলে তারা এসে পাখিটাকে উদ্ধার করে। ধন্যবাদ মানবিক ফায়ার সার্ভিসকে। পরে চিকিৎসা শেষে চিলটিকে ছেড়ে দেওয়া হয়।