ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভাবের কারণে বিক্রি করে দেওয়া সেই ৭ দিন বয়সী নবজাতককে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুল করিমের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে ওই নবজাতককে বিক্রির ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনা স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর গতকাল শুক্রবার ওই দম্পতির বাড়িতে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান গিয়ে প্রশাসনের পক্ষ থেকে নবজাতককে ফিরিয়ে আনাসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন। এ ছাড়া ইউএনও ওই দম্পতিকে ২০ হাজার টাকা সহযোগিতা হিসেবে দেন।
এ ঘটনার পর আজ ওই দম্পতির কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হলো।