হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে শ্রীপুর গ্রামের ২ সহস্রাধিক মানুষ

প্রতিনিধি

ধোবাউড়া (ময়মনসিংহ): একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে চলাচল করতে হয় ভোগান্তি পোহাতে হয় ময়মনসিংহের শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজার ধানমহাল থেকে শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে মুন্সিরহাট বাজারে প্রতিদিন শ্রীপুর গ্রামের মানুষ আসা যাওয়া করেন। কিন্তু পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তাঁদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে এলাকার মানুষজনকে জলাবদ্ধতায় আটকে পড়তে হয়। পানিতে রাস্তার দু'পাশ থেকে ময়লা আবর্জনা এসে রাস্তায় থাকা পানি দূষিত হয়ে যায়। এরপরও ময়লা পানির মধ্য দিয়েই চলাচল করে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

শ্রীপুর গ্রামের শহিদুজ্জামান সেলিম জানান, এ রাস্তা দিয়ে ২ হাজার মানুষের চলাচল। কিন্তু এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কেউ কোন উদ্যোগ নেয় না। এ জন্য একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি হয়ে যায়। এতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আশিকুজ্জামান সুজন বলেন, প্রায় ১০০ গজ রাস্তার অর্ধেক সলিং বাকিটুকু কাঁচা। পানি জমে থাকলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে বেশি সমস্যা হয়।

বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন, বিষয়টি আমি শুনেছি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে