হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বন্ধের পথে ৩৮ বছরের পুরোনো কওমি মাদ্রাসা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজানে ৩৮ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিচালক আবু হানিফা নোমান। প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।

মঙ্গলবার গেটে নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন তিনি। বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের সভাপতি ফজলুল হক বলেন, ‘১৯৮৭ সালে স্থাপিত প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। ক্লাস রুটিন নিয়ে কদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার বাদ মাগরিব প্রতিষ্ঠানে বসে বিষয়টি সুরাহার কথা ছিল। মঙ্গলবার (২২ জুলাই) থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা পরিচালকের পদত্যাগসহ ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলন করছে। তারপরও আমরা চেষ্টা করছি বিষয়টি মীমাংসার জন্য।’

শিক্ষার্থীরা পরিচালকের পদত্যাগ চেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ওই লিখিত অভিযোগে শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগ করা হয়। মৌখিকভাবে তারা বলে, ওই প্রতিষ্ঠানে কোনো এতিম নেই। তারপরও পরিচালক ২৮ জন এতিমের নামে টাকা আত্মসাৎ করছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আবু হানিফা নোমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে ফুলবাড়িয়া উপজেলার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দেখি কী হয়।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু