হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভোটের দিন স্বামী বাড়ি ফেরার পথে শিশুসহ মা নিখোঁজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মোছা. কুসুম। সেখানে দুই দিন থেকে ভোটের দিন গত ৭ জানুয়ারি স্বামীর বাড়ি ফেরার পথে তিন বছর বয়সী ছেলে ইয়াছিনসহ নিখোঁজ হন তিনি। সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। 

কুসুম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের দেলোয়ার হোসেন সুমনের মেয়ে। 

পরিবারের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ত্রিশাল পৌরসভার উজানপাড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় কুসুমের। এর মধ্যে ছোটখাটো মনোমালিন্য বাদে ভালোই চলছিল তাঁদের সংসার। 

কুসুমের বাবা সুমন বলেন, ‘আমার মেয়ে এবং নাতিকে এক সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না। ভোটের দিন স্বামীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে ছিল সে। এরপর থেকেই আর খুঁজে পাচ্ছি না। এমন কোনো আত্মীয়–স্বজন নেই যাদের বাড়িতে খোঁজ নেইনি। শেষে নিরুপায় হয়ে ত্রিশাল থানায় ও  পুলিশ সুপার (পিবিআই) ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’ 

নিখোঁজ কুসুমের স্বামী কামালের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তাঁর ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি এখনো জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখব।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে