হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ কিশোরের, মারা গেল দুজনেই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল এক শিশু। এ সময় তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় আরেক কিশোর। এরপর দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যজনকে রাত ৮টার দিকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’ 

মারা যাওয়া শিশু-কিশোর হলো উচাখিলা ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৫), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)। 

উজানচর নওপাড়া এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আজ বিকেলে বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নামে শিশু পৃথিবী। ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ফয়সাল নদে ঝাঁপ দেয়। এ সময় সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ