হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় আগুনে পুড়ল ২০টি ঘর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার জবান আলীর আধা পাকা ২০টি বসতঘর কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেন। ঘরে হঠাৎ আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস । 

বাড়ির মালিক জবান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ২০টি ঘর পুড়ে গেছে। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘পানির উৎস্য না থাকায় মহাসড়কের পশ্চিম পাশের স্কয়ার কারখানা থেকে পানির ব্যবস্থা করে আগুন নেভাতে হয়েছে। তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০