হোম > সারা দেশ > ময়মনসিংহ

সপরিবারে উচ্ছেদ করতে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একটি পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে কামাল আকন্দের বাড়িতে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে একই গ্রামের প্রতিপক্ষ আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া রামদা ও লাঠিসোঁটা নিয়ে কামাল আকন্দের বাড়িতে হামলা করেন। এ সময় কামাল আকন্দ তাঁর দুই ছেলে হাবিবুর ও মশিউরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁরা হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন। একপর্যায়ে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া তিন সহোদর মিলে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভালেও ঘরের তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 

এ ঘটনায় কামাল হোসেন আকন্দ ২০ জানুয়ারি গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

এ প্রসঙ্গে কামাল হোসেন আকন্দ বলেন, ‘আমার ৪০ শতাংশ পৈতৃক জমি ও বসতবাড়ি দখলে নিতে প্রতিবেশী মৃত কামাল হোসেনের ৩ ছেলে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া নানাভাবে ষড়যন্ত্র করছে। এর আগে আমার বসতবাড়ির ৪০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গত বুধবার রাতে আমাদের উচ্ছেদ করতে প্রথমে ভাঙচুর ও লুটপাট করার পরে বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।’ 

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা নিজেদের ব্যাপারে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা করেছেন কামাল হোসেন আকন্দ। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ