হোম > সারা দেশ > নেত্রকোণা

‘প্রধানমন্ত্রীকে নিয়ে’ ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত শিক্ষক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় মজলিশপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

আজ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মো. মিজানুর রহমান। তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ওই শিক্ষকের আইডিতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন” নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি চিঠিও ইস্যু করা হয়েছে। তবে সেটি এখনো তাঁর কাছে পৌঁছানো হয়নি।’

এ বিষয়ে শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত। পরে বিস্তারিত বলব।’ এরপর তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে