হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান শান্ত (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে রিয়াদ শহরে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শান্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্য জাঙ্গালিয়া এলাকার সুরুজ মণ্ডলের চতুর্থ ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই খোরশেদ আলম। 

নিহত শান্তর বড় ভাই খোরশেদ বলেন, ব্যবসায়িক কাজে শান্ত তাঁর ব্যবহৃত স্কুটার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত। পরে স্থানীয় পুলিশ প্রশাসন তাঁর লাশ উদ্ধার করে সৌদি আরবের রিয়াদ শহরের সোমছি কিং সউদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। 

খোরশেদ আলম আরও বলেন, ‘পাঁচ বছর বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যায় শান্ত। এখন ফিরবে লাশ হয়ে।’ সেই সঙ্গে যত দ্রুত সম্ভব শান্তর মরদেহ দেশে আনার দাবি জানান তিনি। এদিকে তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, ‘শান্ত খুবই ভালো ও মেধাবী ছিল। দ্রুত সময়ের মধ্যে যেন তার লাশ দেশে পৌঁছায়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সেই দাবি জানাই।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে