হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান শান্ত (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে রিয়াদ শহরে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শান্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্য জাঙ্গালিয়া এলাকার সুরুজ মণ্ডলের চতুর্থ ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই খোরশেদ আলম। 

নিহত শান্তর বড় ভাই খোরশেদ বলেন, ব্যবসায়িক কাজে শান্ত তাঁর ব্যবহৃত স্কুটার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত। পরে স্থানীয় পুলিশ প্রশাসন তাঁর লাশ উদ্ধার করে সৌদি আরবের রিয়াদ শহরের সোমছি কিং সউদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। 

খোরশেদ আলম আরও বলেন, ‘পাঁচ বছর বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যায় শান্ত। এখন ফিরবে লাশ হয়ে।’ সেই সঙ্গে যত দ্রুত সম্ভব শান্তর মরদেহ দেশে আনার দাবি জানান তিনি। এদিকে তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, ‘শান্ত খুবই ভালো ও মেধাবী ছিল। দ্রুত সময়ের মধ্যে যেন তার লাশ দেশে পৌঁছায়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সেই দাবি জানাই।’ 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার