হোম > সারা দেশ > ময়মনসিংহ

আ.লীগের দলীয় কার্যালয় ‘বিদ্রোহী’ প্রার্থীর দখলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নান্দাইলে প্রচার-প্রচারণায় সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নান্দাইলের ১১ ইউপিতে আওয়ামী লীগের ১১ জন প্রার্থী নির্বাচনের দলীয় কার্যালয় ব্যবহার করলেও এর ব্যতিক্রম দেখা দিয়েছে ৩ নম্বর নান্দাইল ইউনিয়নে। 

নান্দাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চান সাবেক ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী। তৃণমূলের জরিপেও তাঁর নাম পাঠানো হয় কেন্দ্রে। পরবর্তী সময়ে দলীয় মনোনয়ন ফরমও কেনেন। কিন্তু দলীয় মনোনয়ন দেন বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হককে। 

দলীয় মনোনয়ন না পেয়ে দলের ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এতে ইউনিয়ন আওয়ামী লীগের হেমগঞ্জ বাজারের কার্যালয় স্বতন্ত্র প্রার্থী হাতেম আলী দখল করে নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন। এ নিয়ে আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। 

সরেজমিনে বুধবার সকালে গিয়ে দেখা যায়, ঝালুয়া (হেমগঞ্জ) বাজারের গরুর হাটের পশ্চিম পাশে নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। কার্যালয়ের সামনে সারি সারি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাতেম আলীর ঘোড়া প্রতীকের পোস্টার সাঁটানো। 

কার্যালয়ের সামনে থাকা কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘নৌকা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও আওয়ামী লীগ, ঘোড়া প্রতীকে হাতেম আলী তিনিও আওয়ামী লীগ। সুতরাং কার্যালয় কার দখলে সেটা জানার বিষয় না।’ 

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাতেম আলীর বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। অফিসের ভাড়া আমি দিই। নির্বাচনে আমি প্রচার প্রচারণা করছি এখানে দখল করার কিছু নাই।’ 

নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল হক বলেন, ‘কার্যালয় আওয়ামী লীগের থাকলেও আমি ব্যবহার করার সুযোগ পাচ্ছি না। বিদ্রোহী প্রার্থী তাঁর দখলে রেখে প্রচারণা করছে।’ 

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা