হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় কারখানার গুদাম থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার গুদাম থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামের মৃত পুকাই শেখের ছেলে আফাজ উদ্দিন শেখ ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার গুদামে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন। গতকাল বুধবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ওই কারখানার গুদামের একটি গর্তের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন এক নিরাপত্তাকর্মী। পরে খবর দিলে পুলিশ গিয়ে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে।

হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান খান বলেন, ওই কারখানার গুদামে আফাজ উদ্দিন নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সাধারণত দিনেই বেশি ডিউটি করতেন।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই আফাজ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে