হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ফের ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে। 

সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়। 

ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’ 

সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। 

সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০