ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ড্রাইভারপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ী ড্রাইভারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে পেছনের সিটের যাত্রী লাল মিয়ার ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একযাত্রী আহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।