নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বটতলা গ্রামের এক পঙ্গু ব্যক্তির বাড়িতে হুইল চেয়ার নিয়ে হাজির হলেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। গতকাল (২৯ জুলাই) বিকেলে ওই বৃদ্ধকে হুইল চেয়ারে বসিয়ে দেন তিনি। ওই ব্যক্তির নাম আব্দুর রহমান (৭০)।
এই ঘটনার ছবি ফেসবুকে দিয়ে এমপি লিখেন, 'জাহাঙ্গীরপুর বটতলায় এক বৃদ্ধ মানুষ, একটি হুইল চেয়ারের দাবি ছিল, দাবি পূরণ করলাম, আলহামদুলিল্লাহ।' হুইলচেয়ার পেয়ে আব্দুর রহমান কেঁদে কেঁদে বলেন, 'আল্লাহ এমপি স্যারকে অনেক দিন বাঁচাইয়া রাহুক। আমারে যেরুম শান্তি দিছে স্যারেরেও এইরুম শান্তি দেউক।'
এর আগে একটি হুইল চেয়ারের আবদার করেছিলেন আব্দুর রহমান। বলেছিলেন, একটা হুইল চেয়ার হলে চলতে পারতেন। সেই আ. রহমানের আবদার পূরণ করলেন আনোয়ারুল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মণ্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর আহসান উদ্দিন আকন্দ সোহাগ, ছাত্রলীগ নেতা মাহবুবুল হাসান রয়েল সহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।