হোম > সারা দেশ > ময়মনসিংহ

আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ

ময়মনসিংহ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের এবং নেতৃত্ব দেবে জামায়াত। ছাত্র-জনতার বিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনগণ ব্যাপক সাড়া দিয়েছে।’

আজ রোববার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জামায়াতে ইসলামী জেলা শাখার রুকন সম্মেলনে মতিউর রহমান আকন্দ এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইসলামবিরোধী শক্তির মোকাবিলা করতে জামায়াতের জনশক্তি বৃদ্ধি করতে হবে। ১০ কোটি জনশক্তি তৈরি করতে পারলে আগামী দিনের নির্বাচন হবে জামায়াতে ইসলামীর নির্বাচন। তবেই বাংলার জমিনে বিপ্লব হবে। যারা জামায়াত নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালেই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘সকল রাজনৈতিক দলের দিক থেকে মুখ ফিরিয়ে জনগণ এখন জামায়াতে ইসলামীর দিকে অগ্রসর হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তাদের মধ্যে এমন কোনো দল নেই যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতের দুজন নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। কিন্তু ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগের আমলের সরকারের দুর্নীতি দমন কমিশন জামায়াত নেতাদের কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এ কারণেই বাংলাদেশের মানুষ জামায়াতের দিকে আকৃষ্ট হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে জামায়াত রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সারা বিশ্বের মানুষ এখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। ইসলাম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। পৃথিবীতে কোনো কট্টর মতবাদ যদি থাকে, তাহলে সেটি হলো সেক্যুলারিজম। ইসলামে এমন দৃষ্টান্ত নেই। ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজী প্রমুখ।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র