হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফাঁসিতে ঝুলে রাবি ছাত্রীর আত্মহত্যা

গৌরীপুর প্রতিনিধি

ঈদের ছুটিতে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে  এ ঘটনাটি ঘটেছে। 

মৃত সাদিয়া তাবাসুম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের মো. মাহবুবুর রশিদের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া তাবাসুম (২৩) ঈদের ছুটিতে বাড়িতে আসেন। যথারীতি পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনও করেন। এ অবস্থায় আগামী সপ্তাহে তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ গ্রহণের জন্য যান। এ সময় তাঁর মাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে সাদিয়া নিজ ঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। 

এদিকে দীর্ঘ সময়েও কোনো খোঁজ না পেয়ে তাঁর চাচাতো বোন দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে একটি ফাঁক দিয়ে দেখতে পান ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে সাদিয়া। পরে দরজা ভেঙে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। 

গৌরীপুর থানার উপপরিদর্শক মো. মাইনুল রেজা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই ছাত্রী বিষণ্নতায় ভুগছিলেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা